বিশ্বকে শোকে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ছিয়াশির মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। ফুটবল কিংবদন্তির হঠাৎ বিদায়ে বাকহারা সাবেক ও বর্তমান ফুটবলাররা।এমন একটি দিনের জন্য যে অপেক্ষা করতে হবে, তা মেনে নিতে পারছেন না অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বকালের সেরা ফুটবলারের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলের রথী-মহারথীরা।
আর্জেন্টাইন মহানায়কের বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোও। ম্যারাডোনার সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে পর্তুগিজ উইঙ্গার ক্যাপশনে লিখেছেন, ‘আজ বিদায় জানাচ্ছি এক বন্ধুকে এবং বিশ্ব বিদায় জানাচ্ছে এক অবিনশ্বর প্রতিভাকে। সর্বকালের সেরা একজন। এক অতুলনীয় জাদুকর। তিনি খুব দ্রুত চলে গেলেন, তবে রেখে গেলেন অগুনতি উত্তরাধিকার এবং তার শূন্যস্থান কখনও পূরণ হওয়ার নয়। শান্তিতে ঘুমান, ওস্তাদ। আপনি কখনও বিস্মরণীয় নন। ’