পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকার বেসামরিক এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ভারী অস্ত্র স্থাপন করেছে বলে জানিয়েছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা।সম্প্রতি এক টুইট বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন।
অপর এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনী বারবার ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরকেই লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে।
বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত মানুষেরা অস্তিত্ব বিপর্যয়ের মুখোমুখি। সেনাবাহিনী তাদের শোষণ করছে এবং অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনাও ঘটছে। তবে পাকিস্তান সরকার স্থানীয়দের বিষয়ে অমনোযোগী এবং এই অঞ্চলটির রাজনৈতিক নিয়ন্ত্রণ সুরক্ষাতেও অসতর্ক।