আগুন লেগেছে ঢাকার মহাখালীর সাত তলা বস্তিতে।
গুলশান নিকেতনের পশ্চিম পাশের ওই এলাকাতে সোমবার মধ্যরাতে আগুন লাগার খবর পাওয়া যায়।ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাহিনীর নিয়্ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বাবুল মিয়া।যেখানে আগুন লেগেছে সেখানে অনেকগুলো ঘর রয়েছে। আগুনের শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছে।এটি বস্তি এলাকা হলেও বেশ কিছু পাকা বাড়ি ছাড়াও একটি বাজার রয়েছে সেখানে।
ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছি।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।